স্টাফ রিপোর্টার : কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকালে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার পালের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আতিয়ার রহমান, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষসদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ বিশ্বাস, উপজেলা কৃষক লীগের আহবায়ক উপজেলা কৃষক লীগের আহবায়ক আমান উল্লাহ মোড়ল, সদস্য সচিব সন্দিপ রায় প্রমুখ।