দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট গ্রামের বিল্লাল হোসেনের শ্রবণসহ শারীরিক প্রতিবন্ধী ১০ বছরের শিশু পুত্র আবীর হোসেনের চলাচলে ওই হুইল চেয়ার উপহার হিসাবে প্রদান করা হয়।

সোমবার (১৯ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রতিবন্ধী শিশু
আবীরের দাদা (পিতামহ) আব্দুর রউফ’র হাতে ওই হুইল চেয়ার তুলে দেন উপজেলা
পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী।

প্রতিবন্ধী নাতি (পৌত্র)’র জন্য হুইল চেয়ার গ্রহন করে আর্থিকভাবে অস্বচ্ছল আব্দুর রউফ(দাদা) আনন্দ প্রকাশ করেন। তিনি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপজেলা পরিষদ ও প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *