দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা ভূমি অফিসের নতুন ভবনের ঢালাইসহ বিভিন্ন নির্মান কাজ পরিদর্শন করা হয়েছে। শনিবার(৯ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আল আমীন নতুন ভবন নির্মান কাজের বিভিন্ন অগ্রগতি পরিদর্শন ও পর্যালোচনা শেষে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে নির্মানকাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালযের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, ভূমি মন্ত্রনালয়ের চলতি অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কলারোয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের নতুন ভবন নির্মান প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা যায়।
নির্মান কাজ পরিদর্শন শেষে সহকারী কমিশনার (ভূমি) আল আমিন আরও জানান, প্রকল্প বাস্তবায়ন হলে ভূমি অফিসে যথাযথভাবে ভূমির রেকর্ড সংরক্ষনের সুযোগ- সুবিধা বাড়ানো,অফিসের সেবার মান বৃদ্ধি এবং মাঠপর্যায়ে ভূমি প্রশাসনের সার্বিক উন্নয়ন সাধিত হবে।
তিনি নতুন ভবন নির্মানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করায় সন্মানিত সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমাযুন কবির,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তানজিল্লুর রহমান, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী ও সদ্য বিদলী হওয়া পূর্বের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে উপজেলাবাসিকে ধন্যবাদ জানান।