দীপক শেঠ, কলারোয়াঃ : কলারোয়া উপজেলা স্কাউট’র কার্যক্রম হস্তান্তর উপলক্ষ্যে কমিটির কর্মকর্তাদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আনুষ্ঠানিকভাবে উপজেলা স্কাউট’র সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জান চান্দু নবগঠিত কমিটির সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিনের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
এ উপলক্ষে মঙ্গলবার(১৭ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, নবগঠিত স্কাউট কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, নবগঠিত কমিটির সহ- সভাপতি প্রধান শিক্ষক এবাদুল ইসলাম, সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, কর্মকর্তা প্রধান শিক্ষক বদরুজ্জামান বিল্পব,
প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কমিশনার ইউনুস আলী, সহকারী কমিশনার শেখ মর্জিনা, শেখ শাহাজাহান আলী শাহিন, আব্দুল মোতালেব, যুগ্ম সম্পাদক মাস্টার আঃ ওহাব মামুন, কোষাধ্যক্ষ আলতাফ হোসেন, কাব লিডার অনুপ কুমার ঘোষ, গ্রুপ সভাপতি প্রধান শিক্ষক পারুল আক্তার, সহযোগি সদস্য এ্যাডঃ শেখ কামাল রেজা, সদস্য ব্যবসায়ী লক্ষ্মণ বিশ্বাস প্রমুখ।