আজমল হোসেন বাবু, কলারোয়া : কলারোয়া উপজেলা স্কাউটসের ত্রি- মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪ জানুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় স্কাউটস’র সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে নিজস্ব কার্যালয়ে ত্রি – মাসিক সভাটি অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন রেজুলেশন পাঠ করেন। সভায় উপজেলা স্কাউটস কার্যক্রম কে গতিশীল করার লক্ষ্যে এবং ৩১ শে জানুয়ারি কাব ও ১ লা ফ্রেরুয়ারী কলারোয়া মডেল হাইস্কুলে হাইস্কুল ও মাদ্রাসার ওরিয়েন্টেশন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, হরিসাধন ঘোষ, মোঃ মুজিবুর রহমান, শেখ নুরুল্লাহ, মোঃ আরশাদ আলী, মোঃ মুজিবর রহমান, পারুল আকতার, এড,শেখ কামাল রেজা, লক্ষ্মণ বিশ্বাস, স্বপন চৌধুরী, আলতাফ হোসেন, অনুপ কুমার ঘোষ, আঃ ওহাব মামুন, মোঃ মিজানুর রহমান, শেখ মর্জিনা ও শেখ শাহাজাহান আলী শাহিন। কলারোয়া বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস্ গ্রুপ সূবর্ণ জয়ন্তীতে ডে – ক্যাম্প করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে জানা যায়।