দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম
পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) ডাক্তার জসীম উদ্দীন
হাওলাদার। হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী
বিভাগ, আন্ত: ও বর্হি: বিভাগ, টিকা দান কেন্দ্র, করোনা ভ্যক্সিন স্টোর ও
পুষ্টি কার্যক্রমসহ বিভিন্ন বিষয় পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। মঙ্গলবার(৩১ আগষ্ট) সকালে পরিদর্শনকালে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কমপ্লেক্সের সিভিল সার্জন ডাক্তার হুসাইন শাফায়াত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার আশিক বাহার সহ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারগণ ও কর্মকর্তাবৃন্দ।