স্টাফ রিপোর্টার : কলারোয়া ঝাপাঘাট পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে ৪র্থ তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল’২২ অনুষ্ঠিত হয়েছে। মাহফিল কর্তৃপক্ষের আয়োজনে ৬ মার্চ রবিবার সকাল ১০ থেকে সন্ধা পর্যন্ত ঝাপাঘাট পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝাপাঘাট পশ্চিমপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সোনাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিয়ারুল হক’র সভাপতিত্বে তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করেন চট্রগ্রাম পাহাড়তলী ফজু মিয়া কন্ট্রাক্টর জামে মসজিদের খতিব এম হাসিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন মাও. রবিউল ইসলাম খুলনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য শেক খায়রুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ঝাপাঘাট পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মো. আজিজুল ইসলাম।