নিজস্ব প্রতিনিধি : মাদককে না বলুন খেলাধুলাকে হাঁ বলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ার তুলসীডাঙ্গায় ৮ দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্টে অনুষ্ঠিত হয়েছে। দূরন্ত তুলসীডাঙ্গার আয়োজনে শনিবার রাত ৮টায় তুলশীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্টে অনুষ্ঠিত হয়।
কলারোয়া পৌর যুবলীগের আহবায়ক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদে বারবার নির্বাচিত সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লেিগর সহ-সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর কাউন্সিলর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, উপজেলা শ্রমিকলীগ নেতা শহিদুজ্জামান মিঠু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম শিমুল, সাবেক সাংগঠনিক সম্পাদক জনি প্রমুখ।