দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি ও কলারোয়া থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়ে পুরস্কার লাভ করেছেন। রবিবার (৬ মার্চ) সকাল ১১ টায় রেঞ্জ ডিআইজি’ খুলনার কার্যালয়ে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে কর্মজীবনের সাফল্যের স্বিকৃতিতে শ্রেষ্ঠত্বকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি খন্দকার মুহিদ উদ্দিন (বিপিএম বার)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান(পিপিএম বার)।
এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের পুলিশ আধিকারিকগণ। অনুষ্ঠানে, সম্প্রতি জানুয়ারী-২২’ মাসিক অপরাধ সভায় সার্বিক ( আইন শৃংখলা,মাদক,চোরাচালান, নারী-শিশু নির্যাতন রোধ, বাল্য বিবাহ, মানব পাচার) বিষয় পর্যালোচনা শেষে খুলনা রেঞ্জের কলারোয়া থানাকে শ্রেষ্ঠ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা শ্রেষ্ঠ অফিসার হিসাবে স্বিকৃতি লাভ করায় ক্রেস্ট, সনদপত্র সহ বিভিন্ন সম্মানি প্রদান করে পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, কলারোয়া থানাকে শ্রেষ্ঠ থানা ও নাসির উদ্দিন মৃধাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় উপেজলার সকল শ্রেণী- পেশার মানুষ শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জ্ঞাপন করেছেন।