দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া থানা পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জানা গেছে, রবিবার( ২৯ আগষ্ট) দুপুরে তুলশিডাঙ্গা ঘোষপাড়া মোড় সংলগ্ন এলাকা থেকে দুই মহিলাকে ১শ’৫ গ্রাম গাঁজাসহ পুলিশ আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, পৌর সভাধীন তুলশিডাঙ্গা গ্রামের মালেকা বেগম (৪০) ও নাজমা বেগম(৪৮)। থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।