দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় পুলিশি অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, থানার এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। বুধবার(২৫ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে সোনাবাড়িয়া ইউনিয়নের বেলি গ্রামে অভিযানকালে প্রসেনজিৎ দাশ (৪০) কে ১ শ’ ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে।
সে ওই গ্রামের ভ্যানু লাল দাশের ছেলে। এ ব্যাপারে, আটককৃতের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা(২৩,২৫-৮-২১ ইং) হয়েছে।