দীপক শেঠ, কলারোয়া : পবিত্র ঈদ-উল আজাহা উপলক্ষে কলারোয়া পৌরসভার আয়োজনে
অসহায়-দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ-উল আজাহার শুভেচ্ছা বার্তাসহ উপহার হিসাবে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী (চাউল) ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সোমবার (১৯ জুলাই) সকালে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেযর মাস্টার মনিরুজ্জামান বুলবুল। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপন্থিত ছিলেন প্যানেল মেয়র-১ জাহাঙ্গীর হোসেন, প্যানেল মেয়র-২ কাউন্সিলর জি.এম শফিকুল ইসলাম, প্যানেল মেয়র-৩ মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, কাউন্সিলর আকিমুদ্দীন আকি, আলফাজ হোসেন, রফিকুল ইসলাম, মেজবাহ উদ্দীন নিলু, ইমদাদুল হক, সন্ধ্যা রানী বর্মন, আসাদুজ্জামান তুহিন, মহিলা কাউন্সিলর দিতি খাতুন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সস্পাদক রিবউল আলম মল্লিক রবি, আ’লীগ নেতা আবু বক্কর ছিদ্দিকী লাভলু, যুবলীগ নেতা গোলাম সরোয়ার, পৌর কার্যসহকারী ইমরান হোসেন, সাংবাদিক মাহফুজুর রহমানসহ সূধিবৃন্দ।
অনুষ্ঠানে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ত্রাণে পৌর সভার ৯ টি ওয়ার্ডের অসহায় ও দু:স্থ ৩ হাজার ৮১ পরিবারের মাঝে পর্যায়ক্রমে পরিবার প্রতি ১০ কেজি চাউল ও পূর্বে ১হাজার ২শত পরিবার প্রতি নগদ ৫০০ শত টাকা করে ৬ লাখ টাকা বিতরণ করা হয়েছে বলে জানা যায়।