দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া পৌরসভার আয়োজনে করোনায় অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ হিসাবে খাদ্য শস্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ত্রাণের নগত অর্থ মঙ্গলবার(১৩ জুলাই) পৌরসভা হলরুমে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
এসম উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, নারী প্যানেল মেয়র ফারহানা হোসেন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সস্পাদক রবিউল আলম মল্লিক রবি, কাউন্সিলর জিএম শফিকুল ইসলাম, মহিলা কাউন্সিলর দিতি খাতুন, কাউন্সিলর রফিকুল ইসলাম, ইমাদুল হক, আকিমুদ্দীন আকি, মেজবাহউদ্দীন নিলু, আলফাজ হোসেন, আসাদুজ্জামান তুহিন, সন্ধ্যা রানী বর্মন, হিসাব রক্ষক ইমরুল হোসেন,অফিস স্টাফ ইমরান হোসেন, সমাজ সেবক মাহাফুজুর রহমানসহ সূধিবৃন্দ।
অনুষ্ঠানে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ত্রাণে পৌর সভার ৯ টি ওয়ার্ডের কর্মহীন ও ক্ষতিগ্রস্থ ১২ শত পরিবারের মাঝে পর্যায়ক্রমে পরিবার প্রতি নগদ ৫০০ শত টাকা করে ৬ লাখ টাকা বিতরণ করা হয়েছে বলে জানা যায়।