দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। বুধবার(১৬ জুন) বেলা ১ টার দিকে পৌরসভাধীন তুলশিডাঙ্গা ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় নির্মানধীন পানির প্লান্ট কাজ পরিদর্শন করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর প্রকৌশলী ওজিহুর রহমান, পৌর কাউন্সিলর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, প্যানেল মেয়র ফারহানা হোসেন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, আলফাজ হোসেন, সন্ধ্যা রানী বর্মন, আকিমুদ্দীন আকি, রফিকুল ইসলাম, জি,এম শফিকুল ইসলাম, আসাদুজ্জামান তুহিন, ইমদাদুল হক, মেজবাহ উদ্দীন নিলু, দিতি খাতুন, পৌর সচিব তুষার কান্তি দাশ, বিদ্যুৎ প্রকৌশলী এসএম সোয়ারার্দ্দী হোসেন, অফিস সহকারি ইমরুল হোসেন, ইমরান হোসেন প্রমুখ।

উল্লেখ্য, কলারোয়া পৌরসভার তত্ত্বাবধানে জনস্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে ৭ কোটি ৭৮ লাখ টাকা ব্যায়ে নির্মিত পানির প্লান্টের কার্যক্রম দ্রুত শুরু হবে বলে জানা গেছে।

ইতোমধ্যে পৌরসভাধীন ২শত বাড়িতে পাইপ লাইনের কাজ শেষে পরীক্ষামূলকভাবে সুপেয় পানি সরবরাহ করা হয়। এই প্লান্টের মাধ্যমে প্রথম পর্যায়ে তালিকাভূক্ত ৪শত বাড়ি এবং পর্যায়ক্রমে তালিকানুযায়ী পৌর সভার ৭ থেকে ৮ হাজার বাড়িতে পাইপ লাইন সংযোগের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ সম্ভব বলে পৌর প্রকৌশলী ওজিহুর রহমান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *