স্টাফ রিপোর্টার : কলারোয়া পৌর ওয়েল্ডিং মালিক সমিতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টায় কলারোয়া পৌর সদরের যুগীবাড়ি বাসস্টান্ডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওয়েল্ডিং মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আলফাজ উদ্দীন, ওয়েল্ডিং মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আলী, অর্থ সম্পাদক আব্দুল খালেক। এছাড়া উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, মোবারক, মন্টু, লাল্টু প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন ওয়েল্ডিং সমিতির নতুন দোকানঘর উদ্বোধন করেন।