দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজ পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে বুধবার সকাল ১১ টার দিকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক বজলুর রহমান।

কলেজের অধ্যক্ষ ও কমিটির সদস্য সচিব এসএম মাহবুবর রহমানের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির বিদ্যুৎসাহী সদস্য কলারোয়া পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ইউনুস আলী, হিতৈষী সদস্য উপজেলা যুব দলের আহবায়ক এমএ হাকিম সবুজ, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম ও সহকারী অধ্যাপক অসীম কুমার ঘোষ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সিনিয়র সাংবাদিক কেএম আনিছুর রহমান, বিএনপি নেতা প্রভাষক সালাউদ্দীন পারভেজ, বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপাক রামাকান্ত সরকার, তপন কুমার মন্ডল, শান্ত কুমার পাল, সুফিয়া সুলতানা, বরুন কুমার বসু, এসএম মনিরুজ্জামানসহ শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।

সভায় কলেজের পঠন- পাঠন ও অবকাঠামোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে জানা যায়। সভার শুরুতেই কলেজের পক্ষ থেকে নব গঠিত কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান সহ সকল অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *