স্টাফ রিপোর্টার : কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজ পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজ পরিচালনা কমিটির আয়োজনে শনিবার বেলা ১১টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে কলেজ পরিচালনা কমিটির উক্ত সভা অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সন্তোষ কুমার পাল’র সভাপতিত্বে আধ্যক্ষ এস এম মাহবুবর রহমান’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎসাহী সদস্য সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, শিক্ষক প্রতিনিধি জহিরুল ইসলাম শাহিন, অভিভাবক সদস্য গণপতি বিশ্বাস, হিতৈষী সদস্য দিলশাদ পারভীন রীনা প্রমুখ।
কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজ পরিচালনা কমিটির সভায় কলেজের অবকাঠামো উন্নয়নে বিদ্যুৎসাহী সদস্য সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।