স্টাফ রিপোর্টার : কলারোয়া মুরারীকাটি হাফিজিয়া মাদ্রসা ও এমিতখানা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউরেকা ফিলিং স্টেশনের সত্বাধিকারী বিশিস্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন মুরারীকাটি হাফিজিয়া মাদ্রসা ও এমিতখানা পরিদর্শন করেন। তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের খোঁজ খবর নেন। শিক্ষার্থীদের যে কোন সুবিধা অসুবিধায় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এবং শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও খাদ্য বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার হাফেজ ক্বারী মোঃ নুরুল ইসলাম, শিক্ষক হাফেজ মাও. আবুল হাসান, হাফেজ মাও. মহিবুল্লাহ, হাফেজ মাও. মুজিবুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *