দীপক শেঠ, কলারোয়া : ‘আগামীর পথে চলো একসাথে’ এই প্রতিপাদ্যে কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন কার্যক্রম বেগবান করার লক্ষ্যে শনিবার সকাল ১১ টায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান।

সভায় স্বাগত বক্তব্যে উদযাপন কমিটির সদস্য সচিব ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী আছাদুজ্জামান বলেন, রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ১৫ ফেব্রুয়ারির মধ্যে সকলকে রেজিস্ট্রেশন সম্পন্ন করা দরকার। যে যার অবস্থান থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম বেগবান করতে ভূমিকা রাখার প্রয়োজনীয়তা তিনি সবিনয়ে উল্লেখ করেন।

তিনি আরো উল্লেখ করেন, কোনোভাবেই রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানোর কোনো সুযোগ নেই। সভায় রেজিস্ট্রেশন কার্যক্রম বেগবান করার জন্য বক্তারা নানা পরামর্শমূলক বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, অধ্যাপক নজরুল ইসলাম, সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আতিয়ার রহমান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সি,জি,এম আসাদুজ্জামান মিলন, রফিকুল ইসলাম জ্যোতি, অধ্যাপক শশীভূষণ পাল, কপাই সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, রাজনীতিবিদ ও সমাজকর্মী রবিউল আলম মল্লিক, এম মনসুর আলী, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদ, ব্যাংকার আসাদুজ্জামান আসাদ, রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকীবিল্লাহ শাহী, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রভাষক আলকামুন, কবি মন্ময় মনির, শিক্ষক মোস্তাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, আবদুল ওহাব মামুন, শাহ আলম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালন করেন ডাক্তার হাবিবুর রহমান ও শিক্ষক শেখ শাহজাহান আলী শাহীন । উল্লেখ্য, আগামী ১৩ এপ্রিল কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান স্মরণকালের বিশাল কলেবরে উদযাপিত হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *