দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম ক্লাস (ওরিয়েন্টেশন) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার(১১ নভেম্বর) সকালে কলেজের আয়োজনে আনুষ্ঠানিকভাবে একাদশ শ্রেণির ছাত্র- ছাত্রীদের উপস্থিতিতে ওই ক্লাস কার্যক্রম শুরু হয়।
কলেজের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান। ওরিয়েন্টেশন ক্লাসে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ফারুক হোসেন, ছাত্রদল নেতা কাইফুর রহমান সৈকত, আকিবুর রহমান আকিব, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এসএম তন্ময় ও আফরোজা খাতুনসহ শিক্ষকমন্ডলী ও ছাত্র- ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক সরোজ আলী সরদার। অনুষ্ঠান শেষে কলেজ শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।