কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে আসা ১০০ ভরি ওজনের ১০টি স্বর্ণের বারসহ মনিরুল ইসলাম (৫০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে কলারোয়া উপজেলার ব্রজবাকসা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  আটকৃত মনিরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ঘরচালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

বুধবার সকালে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অপস অফিসার মেজর রেজা আহমেদ এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ ভরি (১ কেজি ১৬৬ গ্রাম ৪০০ মিলি গ্রাম) ওজনের ১০টি স্বর্ণেরবারসহ মনিরুল ইসলামকে আটক করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *