দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান নিজস্ব অর্থায়নে টিকাদান কর্মসূচিতে (ইপিআই) টিকা বহনকারী ব্যক্তিদের মাঝে রেইনকোট (ওয়াটারপ্রুফ জামা-প্যান্ট) প্রদান করেছেন।

মঙ্গলবার (২৯জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচ এন্ড এফপিও’র নিজস্ব কার্যালয়ে অনাড়ম্বর এক অনুষ্ঠানে ৩ জন টিকা বহনকারীকে ওই রেইনকোট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, এমপি ইপিআই কাজী নাজমুল হাসান, এসআই ও খাদ্য পরিদর্শক
শফিকুর রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান, প্রতিবছর ঠিক এ সময় অর্থাৎ বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় টিকাদান কর্মসূচিতে (ইপিআই) সময় মতো টিকা (যক্ষা, ডিপথেরিয়া, টিটেনাস, পলিও ও হাম) সরবরাহের লক্ষ্যে কর্মীদের চলাচলের সুবিধার্থে এই রেইনকোট প্রদান করা হয়েছে।

ডাক্তারজিয়াউর রহমানের এই মহৎ উদ্যোগকে উপজেলাবাসি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *