দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড
এন্টিজেন কিটস দিয়ে নমুনা পরীক্ষায় ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত
হয়েছে। সোমবার (২৪ জানুয়ারী) স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জনের নমুনা পরীক্ষায়
৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে ৩ জন পুরুষ, ২জন মহিলা।
শতকরা শনাক্তের হার ৭১ ভাগ। অনুরপভাবে গত ৫ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৮ জনের মধ্যে ২৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
হাসপাতাল মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব: আল মামুন জানান, সোমবার করোনায় শনাক্ত ব্যক্তিরা হলেন, কলারোয়া ফায়ার সার্ভিস অফিসের শফিউর রহমান(৩৫),সলিমপুর গ্রামের মহিদুল (২৬), খোরদো গ্রামের মুসলিমা আক্তার(২৮), তুলশিডাঙ্গার তানিয়া আক্তার (৩৪) ও কাশিয়াডাঙ্গা গ্রামের আজিয়ার রহমান(৬৫)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি করোনা ভাইরাস বিস্তার রোধে মাস্ক পরিধানের আবশ্যকতা তুলে ধরে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
এ দিকে, ভ্যাক্সিন (টিকা) প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা যায়।