মোঃ মাগফুর রহমান, কাতার : শুক্রবার সন্ধ্যায় ৪৯ তম আমির কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে অভিষেক হয়ে গেল ফিফা ওয়ার্ল্ডকাপের জন্য তৈরি করা ষষ্ঠ স্টেডিয়াম আল থুমামা। ৪০ হাজার দর্শকধারণ ক্ষমতাসম্পন্ন দোহা শহর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গাফিয়া টুপির আদলে এই স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলোর খেলা হবে।
আমির কাপ ফাইনালে খেলে আল সাদ এবং আল রায়ান ক্লাব। আল থুমামা স্টেডিয়াম একটি স্থাপত্যশৈলীর সেরা শিল্পকর্ম। আনন্দঘন পরিবেশে উপস্থিত থেকে খেলা উপভোগ করে বেশ ভালোই লেগেছে দর্শকদের।
খেলার ফলাফল : নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ০১-০১ গোলে ম্যাচ ড্র হয়। পরে সাদ ক্লাব আল রায়ান ক্লাবকে পেনাল্টিতে ৫-৪ গোলে পরাজিত করে বিজয়ী হয়।