হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর আজিজীয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের পোশাক প্রদান, দোয়া অনুষ্ঠান ও উন্নতমানের খাবার প্রদান অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদ্রাসার প্রায় ৫২ জন কোরআন শিক্ষার্থীদের পায়জামা-পাঞ্জাবি প্রদান করেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচর্জ এর সহধর্মিনী, দুই পুত্র, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, নাতে রাসুল পেশ করেন শিক্ষার্থীরা।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও কালিগঞ্জ থানা মসজিদের পেশ ঈমাম হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজী। মিলাদ মাহফিল পরিচালনায় ছিলেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওঃ মনিরুল আশেকী, হামদ ও নাতে রসুল পরিবেশন করেন হাফেজ সিফাতউল্যাহ, হাফেজ রুকুন্নুজ্জামামান, হাফেজ আমির হামজা আজিজী,মাসুদ হুসাইন, শাহাদাৎ হুসেন আজিজী।
উল্লেখ্য যে,২০১৩ সালে কালিগঞ্জ উপজেলার দক্ষীন শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে অত্র মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করা হয়।