1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
October 15, 2024, 5:38 am
Title :
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা আসুন, বৈষম্যহীন ও স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি-ধর্ম উপদেষ্টা সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না- হাবিবুল ইসলাম হাবিব মহানবী (সা:) এর কটুক্তির প্রতিবাদে কালিগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ সাতক্ষীরার কলারোয়ায় প্রান্তিক খামারির কপাল খুললো গাভীর জোড়া বাছুরে কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব তালায় আন্তর্জাতিক দূর্যোগ প্রমোশন দিবস পালিত বিশ্ব মান দিবস উপলক্ষ্যে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীনতা কমপ্লেক্স পরিদর্শন করেন ফারুক ই আজম বীর প্রতীক

কালিগঞ্জের চাম্পাফুল আ.প্র.চ. মাধ্য. বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও সভাপতির অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় Saturday, October 30, 2021

হাফিজুর রহমান শিমুল : মহামান্য হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধভাবে প্রধান শিক্ষকের চেয়ার দখল করে প্রচালিত হচ্ছে চাম্পাফুল আ.প্র.চ. মাধ্যমিক বিদ্যাপীঠ।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন চাম্পাফুল আ.প্র.চ.মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান ফটোকের সামনে শনিবার
(৩০ অক্টোবর) বেলা ১১ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, চাম্পাফুল আ.প্র.চ.মাধ্যমিক বিদ্যাপীঠ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।

বিগত ২২/০৬/২১ তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিভাগের সিভিল রিভিশান মামলা ১১৬৪/২১এর আদেশে আদুল হাকিমের উপর রুল জারি করে এবং তার বিদ্যালয়ের সকল দাপ্তরিক কাজের উপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে এমনকি তার বেতনভাতা বিলে স্বাক্ষরের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

মহামান্য হাইকোর্টের আদেশ প্রকাশিত হওয়ার পর তৎকালীন এডহক কমিটির সভাপতি (বাবু নীলকন্ঠ সোম) বরাবর আদেশের কপি প্রেরণ করা হলেও তিনি কোন প্রকার কর্ণপাত করেননি, এমনকি হাইকোর্টের আদেশ বাস্তবায়নের জন্য সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার গত ০১/০৮/২১ইং তারিখে জেশিঅ/সাত/২০২১/৭৮৫ স্মারকে এবং কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মহোদয় ০৮/০৮/২১ইং তারিখে উমাশিঅ/কালি/সাত/২০২১/৩৩৪ স্মারকে আদেশ প্রদান করলেও তৎকালীন এডহক কমিটির সভাপতি (বাবু নীলকন্ঠ সোম),

আদুল হাকিম ও অফিস সহকারী ইয়াছিন আলী বিদ্যুত পেশি শক্তির বলে অবৈধভাবে চেয়ার দখলে নানা অনিয়ম করে অত্র বিদ্যাপীঠের গচ্ছিত অর্থ, দোকানভাড়া, পুকুর, বাগান লীজ, ছাত্র-ছাত্রী প্রদত্ত সেশনচার্জ ও বেতন এর লক্ষ লক্ষ টাকা আত্নসাৎ করে যাচ্ছে এমনকি ২০২১সালের এস. এস.সি. পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপের জন্য বোর্ড নির্ধারিত অর্থ রশিদের মাধ্যমে নেওয়া হলেও অতিরিক্ত অর্থ বিনা রশিদে আদায় করে আত্নসাৎ করেছে।

তাছাড়া বিভিন্ন অফিস এবং দপ্তরে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে একটার পর একটা অনিয়ম করে চলেছে। এমনকি মহামান্য জেলা জজ আদালতকেও ভুল ও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করতেও পিছপা হয়নি যার প্রমান গত ২১/ ১০/ ২১ তারিখের জেলা জজ আদালতের রায়। তাছাড়া বিগত ২২/০৬/২১ তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ে আব্দুল হাকিম এর উপর স্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্বেও তার স্বাক্ষরে শিক্ষাবোর্ড যশোর কে মিথ্যা তথ্য দিয়ে গত ১৯/০৯/ ২১ তারিখে এডহক কমিটি গঠন করেছে। এহেন কর্মকান্ডে ক্ষতিগ্রস্থ হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা, শঙ্কিত।

আসন্ন এস এস সি-২১ এর প্রবেশপত্রে প্রধান শিক্ষকের স্বাক্ষর নিয়ে পরীক্ষার্থী ও তাদের অভিভাবক এবং জুন-২১ থেকে বেতনভাতা থেকে বঞ্চিত হচ্ছে অত্র বিদ্যাপীঠের সকল শিক্ষক-কর্মচারী। বেতনভাতার কথা বলতে গেলে সভাপতি একের পর এক মনগড়া ভিত্তিহীন আশার বানী শোনাচ্ছেন এবং কাল ক্ষেপন করছেন।

এবং বেতনভাতার কথা বলতে যেয়ে বাবু নীল কন্ঠ সোম ও জনাব আদুল হাকিম এবং অফিস সহকারী ইয়াছিন আলী বিদ্যুত এর কাছে একাধিকবার লাঞ্চিত হয়েছেন শিক্ষকরা।

এদিকে দীর্ঘদীন বেতনভাতা না পেয়ে শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। এমতাবস্থায় অভিভাবক, এলাকাবাসী ও সুধী সমাজ প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের উদ্ভুত পরিস্থিতি নিরোসনে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য যে, প্রয়াত প্রধান শিক্ষক জনাব শহিদুল ইসলাম ২০১৫ সালের ২৪শে জানুয়ারী অবসর গ্রহন করার পূর্বেই ৯ই জানুয়ারী-১৫ সালে প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্রত্রিকায় বিদ্যাপীঠের ঠিকানা বিহীন বিজ্ঞাপন প্রকাশ করে ২৪শে জানুয়ারী অবসর গ্রহন করা সত্বেও নিয়োগ বোর্ড গঠনের জন্য অনুষ্ঠিত সভার সাচিবিক দায়িত্ব পালন করলে এবং বিনা নোটিশে নিয়োগ পরীক্ষার স্থান পরিবর্তন করে তড়িঘড়ি করে জনাব আব্দুল হাকিমকে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দিলে মামলার সূত্রপাত হয়।

উক্ত দেওয়ানী ১২/১৫ মামলা নিন্ম আদালত আব্দুল হাকিম উপর নিষেধাজ্ঞা জারি করে এবং মহামান্য সুপ্রিমকোর্ট পর্যন্ত সে নিষেধাজ্ঞা বহাল রাখে এমনকি মহামান্য হাইকোর্ট তার রায়ে উক্ত নিয়োগকে আপনা আপনি বাতিল বলে উল্লেখ করে। পরবর্তীতে নিয়োগকালীন কমিটি তড়িঘড়ি করে বাদী পক্ষকে নিয়ন্ত্রন করে গত ২৪/০৮/২১ইং তারিখ উক্ত মামলা ত্রুটিপূর্ণ সোলে করে ৩০/০৮/২১ইং তৎকালীন সভাপতি (ইউ এন ও কালিগঞ্জ) বরাবর যোগদানের জন্য আবেদন করলে এডহক কমিটি বিজ্ঞ আইনজীবিদের মতামত ও মহামান্য হাইকোর্টের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে একটি রেজুলেশান করে তার নিয়োগকে বাতিল ঘোষনা করে এবং তার যোগদানপত্র গ্রহন করে নাই।

কিন্তু আব্দুল হাকিম নীলকন্ঠ সোম এর সহযোগীতাই তৎকালীন সভাপতি (ইউ এন ও কালিগঞ্জ) কর্তৃক প্রদত্ত রেজুলেশানের তোয়াক্কা না করে গত ২১/১২/২১ইং সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের চেয়ার দখল করলে বর্তমান দেওয়ানী মামলার সুত্রপাত হয়। বক্তব্য দেন শেখ আলতাফ হোসেনসহ অভিভাবক, প্রাক্তন ছাত্র ও ম্যানেজিং কমিটির সাবেক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews