1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
October 3, 2023, 10:09 am
Title :
যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী ‘মায়ের কান্না’র আর্তনাদ কেন তাদের কানে পৌঁছে না : তথ্যমন্ত্রীর প্রশ্ন সাতক্ষীরায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিসভা ধুলিহর ৮নং ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শহরের বিভিন্ন স্থানে এমপি রবির প্রচষ্টায় উন্নয়ন তথ্য সম্বলিত লিফলেট বিতরণ পলাশপোলে আ.লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় নারী নেত্রীবৃন্দের উঠান বৈঠক ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে দূর্নীতি-অনিয়মের  অভিযোগে তদন্ত কলারোয়ায় প্রয়াত মনোরঞ্জন সাহার সহধর্মিনী নিলীমা সাহার পরলোক গমন হাসিমুখ-সেঞ্চুরি সাতক্ষীরার গাছের চারা পেয়ে বেজায় খুশি হাজারো শিক্ষার্থী, মুসুল্লি ও পথচারী সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

কালিগঞ্জের নলতা মাঘুরালীতে বসতবাড়ী জোরপূর্বক দখল চেষ্টার প্রতিবাদে রাজমিস্ত্রীর সংবাদ সম্মেলন

  • আপডেট সময় Saturday, July 23, 2022

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা মাঘুরালীতে বসতবাড়ী জোরপূর্বক দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐ গ্রামের পিয়ার আলীর ছেলে মো: আব্দুস সালাম। এসময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন আমি একজন পেশায় রাজমিস্ত্রী। আমার পিতা পিয়ার আলী ও চাচা হযরত আলী ৯৫৭ হাল দাগে ২৭ শতক জমির একক অংশীদার, যা এস. এ, ডি.এস ও বর্তমান জরিপ এবং প্রিন্ট পর্চায়ও আমার পিতা ও চাচার নাম উল্লেখ আছে। এই জমিতে কোন অবস্থাতেই মনিরুল গং-এর অংশ পাওনা নেই।

এই জমির উপর শত বছরের উর্দ্ধে বাড়িঘর তৈরি করে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করিয়া আসিতেছি। হঠাৎ করে গত ২৩ জুন সকাল অনুমান ১০ ঘটিকার সময় আমার ভাই তার নিজ বাড়িতে অবস্থান করাকালীন সময়ে প্রতিবেশি মোঃ মনিরুল, শহিদুল ও মহিদুল ইসলাম সহ আরও ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে ছোট ভাই সেলিম হোসেনকে আচমকা লাঠিয়াল বাহিনী বেপরোয়াভাবে মারধর করে জখম করে।

তখন আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী আসলে তারা পালিয়ে যায়। তখন ভাই সেলিমকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। পরে ঐদিন সন্ধ্যা ৭ টার দিকে বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় মনিরুলের নেতৃত্বে প্রায় ৩০/৪০ জন লাঠিয়াল বাহিনী নিয়ে আমার ও আমার ছোট ভাইয়ের বাড়ি ঘর-রান্নাঘর, বাথরুম, গোয়ালঘর এবং পাকা পাচিল সবই ভাংচুর করে গুড়িয়ে দেয়।

ভাংচুরের কারণে হাঁস-মুরগীগুলো মারা যায় এবং ২টি খাসি ছাগল ধরে নিয়ে যায় তারা। পরবর্তীতে আমি ৯৯৯ নাম্বারে ফোন দিলে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিষয়টি নিয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নং-২২/১৭৭, তারিখ: ২৫ জুন ২০২২।

তিনি আরো বলেন মামলা হওয়ার পর বিবাদী পক্ষ টাকার জোরে আমি সহ ১১ জনের নাম উল্লেখ করে কালিগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। মনিরুল বাহিনী সর্বদা আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধামকি দিচ্ছে।

এমনকি তারা প্রকাশ্যে আস্ফালন করে বলছে যদি তোরা তুলে না নিস তাহলে তোদের দুই ভাইয়ের মাথা কেটে ফুটবল খেলবো, দেখি আমাদের কে কি করতে পারে? মনিরুল বাহিনী মূলত যে জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করিতেছে ঐ জমিতে তাদের কোন অংশ পাওনা নেই। কারণ কাগজপত্র দৃষ্টান্তে ঐ জমির একক মালিকানা আমার পিতা ও চাচা।

এ বিষয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। সংবাদ সম্মেলন থেকে তিনি মনিরুল বাহিনীর হাত রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews