হাফিজুর রহমান শিমুল : কালিগঞ্জের পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দিনমজুর আজিবার রহমান গাজীর বাড়িতে ঘটেছে। সে দক্ষিণ বন্দকাটি গ্রামের হাফেজ গাজীর ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও কালিগঞ্জ ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানাগেছে, সোমবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ৭ টায় রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে রান্নাঘর, কাঠঘর ও বসতঘরসহ সর্বস্ব পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। এসময়ে ঘরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ লক্ষাধিক টাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফায়ার সার্ভিসকে অবহিত করলে দ্রুত ফায়ার সার্ভিস দমকলকর্মী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এব্যাপারে কালিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অফিস এর স্টেশন কর্মকর্তা বিল্লাল হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন স্টেশন থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরের ঘটনা, সংবাদ পেয়ে দ্রুত পৌছে যায় ফায়ার ইউনিট, ততোক্ষণে একটি বাড়ি পুড়ে যায়। তবে আশেপাশের বাড়িঘরগুলো রক্ষা করা গেছে।