হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি উপজেলার তারালী ইউনিয়নের রহিমপুর এলাকায় ঘটেছে।
সরেজমিন ও হাসপাতাল সুত্রে জানাগেছে, উপজেলার রহিমপুর গ্রামের মৃত বরকতুল্যার পুত্র মোহাম্মাদ আলী (৭২) রবিবার সকাল সাড়ে ৯ টায় নিজ সবজি খেতে যায় প্রতিদিনের ন্যায়। এ সুযোগে তারই জামাতা নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মোকছেদ আলী কারিকরের পুত্র আজগর আলী (৪০) ওৎপেঁতে থেকে অতর্কিতভাবে পূর্ব শত্রুতার জেরধরে উপর্যপুরি ছুরিকাঘাত করে রক্তাক্ত যখম করে।
স্থানীয়রা মোহাম্মাদ আলীর আত্মচিৎকারে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছে বলে জানাগেছে।
ঘটনার সত্যতা জানতে কালিগঞ্জ থানার পরিদর্শক ( তদন্ত) মিজানুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন এ ঘটনায় অভিযোগ পেয়েছে, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।