1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
October 2, 2023, 12:01 am

কালিগঞ্জের বাঁশঝাড়িয়া মিনি সুন্দরবন পিকনিক কর্ণার উদ্বোধান করলেন ইউএনও

  • আপডেট সময় Friday, February 18, 2022

হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জে শিল্পী ও সাংবাদিক সমাজের দাবীতে বাঁশঝাড়িয়া মিনি সুন্দরবন পিকনিক কর্ণার উদ্বোধন করেছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

কালিগঞ্জ শিল্পকলা একাডেমীর আয়োজনে বার্ষিক চড়ুঁইভাতি উপলক্ষে কবিতা পাঠ, আবৃতি, নাটক, গান র্যাফেল ড্র, নৌকা ভ্রমন ও পুরুস্কার বিতরণ শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী চড়ুঁইভাতি শেষে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ঠ সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা, উপজেলার ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, বিশিষ্ট কবি ও শিক্ষানুরাগী মঞ্জুর লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আজিজ আহম্মেদ পুটু, কালিগঞ্জ শহীদ মোহরাওয়ার্দী পার্ক কমিটির সেক্রেটারী এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম, রেডিও নলতার ষ্টেশন ম্যানেজার প্রভাসক সেলিম শাহারিয়ার, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মন্ডল প্রমুখ।

কালিগঞ্জ শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে উপজেলার মধ্যে সাংবাদিকতায় সেরা পুরুস্কারের সন্মাননা ক্রেষ্ট প্রান করা হয়েছে সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল ও সাংবাদিক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু।

দিনব্যাপী চড়ুঁইভাতি অনুষ্ঠানে অংশগ্রহন করেন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিল্পী, সাংবাদিক, কবি ও নাট্য অভিনেতাসহ সুধীবৃন্দ। বিকাল ৫ টায় সাইনবোর্ড স্থাপন করে প্রস্তাবিত বাঁশঝাড়িয়া মিনি সুন্দরবন পিকনিক কর্ণারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews