এম হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪নভেম্বর) সন্ধ্যায় চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল হক সরদার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও নৌকার প্রার্থী শেখ রিয়াজ উদ্দিন।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নিরঞ্জন কুমার পাল বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক শনৎ কুমার গাইন, প্রভাসক নারায়ন চক্রবর্তী রাজিব, নির্মল কুমার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রশিদ, এস এম ইফতেখারুল ইসলাম সুমন, শাহ আলম ঢালী প্রমুখ।
সভায় বক্তাগন আওয়ামী লীগ সমর্থীত নৌকা প্রতীকের কান্ডারী চেয়্যারমান প্রার্থী শেখ রিয়াজ উদ্দিনকে বিজয়ী করতে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। ইউনিয়ন আওয়ামীলীগেরর নেতৃবৃন্দ সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।