হাফিজুর রহমান শিমুল : “যোগ দিন যুদ্ধে করোনার বিরুদ্ধে” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর দেওয়া ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটি, মুকুন্দপুর, ফরিদপুর গ্রামের হতদরিদ্র অসহায় দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২২জুলাই) বিকাল সাড়ে ৪ টায় বিষ্ণুপুর করোনা এক্সপার্ট টিমের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা’র নির্দেশ্যে অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের উপদেষ্টা, টিম লিডার, সহকারী টিম লিডার ও স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ।
ইতিমধ্যে বিষ্ণুপুর করোনা এক্সপার্ট টিমের সদস্যবৃন্দ স্বাস্থ্য সচেতনতায় প্রচারণা, মাক্স বিতরন ও প্রশাসন ঘোষীত লকডাউন মানতে জনসাধারণকে উদ্বুদ্ধ করনে বেশ ভূমিকা রেখে চলেছে।