কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা বাজার সড়কের কংক্রীট ঢালাইয়ের ফাঁটল দেখা দেওয়ায় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উর্দ্ধতন কতৃপক্ষ সরেজমিন পরিদর্শনের পরেই তড়িঘড়ি করে ঠিকাদারী প্রতিষ্ঠান সিমেন্টগোলা দিয়ে ফাঁটলস্থান ঢাকার চেষ্টা।
সরেজমিন সুত্রে জানাগেছে, কালিগঞ্জ উপজেলার মৌতলা বাসস্ট্যান্ড হতে বাজার পর্যন্ত ৬শ মিটার সড়ক প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে কঙ্ক্রীট ঢালাইয়ে বরাদ্ধ হয়। ওটিক টেকনো কোঃ লিঃ ঢালাই কাজের প্রকল্পটি পায়। দীর্ঘ প্রায় ১ বছর কাজ না করার ফলে বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথযাত্রীগন ব্যাপক ভোগান্তিতে পড়ে।
একপর্যায়ে চলতি বছরের শুরুতে সড়কের ঢালাই কাজ শুরু করে। এবং গত ১ লা ফেব্রুয়ারী বরাদ্ধকৃত সড়কের অর্ধেক ঢালাই দেন। তবে ঢালাইয়ের দুইদিনের মাথায় ১০/১২ যায়গায় ছোট বড় ফাঁটল দেখা দিয়েছে। তাছাড়া সড়কজুড়ে যেনো যোগাখিচুড়ী অবস্থা দৃশ্যমান। যথাযথ তদারকী ও দক্ষ জনবল দিয়ে কাজ না করাসহ বিভিন্ন অভিযোগ করেছেন মৌতলা বাজার কমিটির সভাপতি জিল্লুর রহমান, সেক্রেটারী কাজী ফয়সাল বিদ্যুৎ, মৌতলা কাঁচা বাজার সমিতির সভাপতি ও জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান জামু এবং ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল।
এসকল অভিযোগের আংশিক শিকার করেছেন কংক্রীট ঢালাই কাজের সুপার ভাইজার মুন্সিগঞ্জ এলাকার হাফিজ। কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন এর সাথে কথা হলে তিনি জানান, ঢালাইয়ে অতিরিক্ত সিমেন্ট দেওয়া ও যথাযথ পানি সরবারহ না করার কারণে কয়েকটি স্থানে ফাঁটল হয়েছে। বিষয়টি আমি দেখে সিমেন্টগলা দিতে বলেছি এবং আমি কাজের যথাযথ তদারকী করছি এবং ইঞ্জিঃ জাহাঙ্গীর আলমকে সর্বক্ষন তদারকী করার জন্য নির্দেশ দিয়েছি।
কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন সাতক্ষীরা জেলার মধ্যে অতি ব্যস্ততম বাজার মৌতলা কাঁচা বাজার। প্রতিদিন ৪০/৫০টি ট্রাক কাঁচামাল লোড আনলোড হয়ে থাকে। এ কাজটি অনেক ভাল মানের হওয়ার দরকার ছিল কিন্তু উপজেলা প্রকৌশলীর উদাসীনতার কারণে আমরা কালিগঞ্জবাসী ক্ষতিগ্রস্থ হচ্ছি।