1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
September 7, 2024, 4:15 pm
Title :
ষড়যন্ত্রের বিরুদ্ধে সাতক্ষীরায় সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন সুন্দরবন প্রেসক্লাবে মাসিক সমন্বয় সভা কলারোয়ায় গণ অধিকার পরিষদের আনন্দ র‍্যালি ও গণসংযোগ  এক যুগ পর কলারোয়ায় হতে যাচ্ছে তিন দিনব্যাপী তাফসির মাহফিল, কমিটি গঠন তালতলায় এক ইজিবাইক চোর কে আটক করেছে গ্রামবাসী দৈনিক সাতক্ষীরার সকালের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা ও দোয়া শ্যামনগরে নারীদের কোয়েল পাখি পালনে উদ্বুদ্ধ করতে হাতে কলমে প্রশিক্ষণ কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির প্রস্তুতি সভা কালিগঞ্জে উপজেলা কৃষকদল সহ বিভিন্ন অংগ সংগঠনের দিনব্যাপী কর্মী কর্মশালা কালিগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজান ও সম্পাদক নাজমুল ইসলাম

কালিগঞ্জের সাবেক এমপি শাহাদৎ হোসেনের শাশুড়ীর দাফন সম্পন্ন”

  • আপডেট সময় Monday, February 7, 2022

হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন তারালী ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম মোমরেজ আলী গাজীর স্ত্রী, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য সাবেক প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, সাবেক অধ্যাপক আলহাজ্জ মুনসুর আলীর মাতা ও কালিগঞ্জ-দেবহাটার সাবেক এমপি আলহাজ্জ শাহাদাৎ হোসেন এর শাশুড়ি আলহাজ্জ ফজিলাতুন্নেছার দাফন সম্পন্ন হয়েছে।

নামাজে জানাজা পরিচালনা করেন কালিগঞ্জের বাজারগ্রাম-রহিমপুর জামিয়া ইমদাদিয়া তালিমুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম পীরে কামেল আলহাজ্জ মাওলানা মো. অজিহুর রহমান।

নামাজে জানাযার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা রাখেন মাওলানা আফফান হোসেন, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা হামিদুর রহমান, স্থানীয় গাজী বাড়ী জামে মসজিদের পেশ ইমাম, মরহুমার বড় পুত্র ও কালিগঞ্জ কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্জ মুনসুর আলী, সেজ পুত্র ও মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য সাবেক প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, ৪র্থ পুত্র মিজানুর রহমান প্রমূখ।

৭ ফেব্রুয়ারি সোমবার বাদ যোহর আমিয়ান গাজী বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাজে জানাযায় আরো উপস্থিত ছিলেন মরহুমার মেজ পুত্র মোকছেদ হোসেন, ছোট পুত্র মিঠু, বড় জামাতা ও সাবেক এমপি আলহাজ্জ মো. শাহাদাৎ হোসেন, ছোট জামাতা মনিরুল ইসলাম, বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (প্রশাসন) ডাঃ আবুল কালাম আজাদ, মরহুমার দেবর জামাতা ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খুদা, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র

তারালী ইউপি চেয়ারম্যান মো. এনামুল হোসেন ছোট, মরহুমার দেবর ও সাবেক চেয়ারম্যান আলহাজ্জ গোলাম রহমান, আলহাজ্জ আরশাদ আলী, সাবেক চেয়ারম্যান ও মরহুমার দেবরপো আব্দুস সেলিম, মরহুমার ভ্রাতা মো. আজিজুল হক সরদার, মো. আজহারুল হক সরদার, নলতা ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য এস এম আসাদুর রহমান সেলিম, সাবেক চেয়ারম্যান এবাদুল ইসলাম, অধ্যাপক গাজী আজিজুর রহমান, বোন জামাতা আলহাজ্জ নুর মোহাম্মদ, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, আলতাপ হোসেন,

মৎস্য ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি, শিক্ষক আলিমুজ্জামান শাহীন, প্রভাষক মনিরুজ্জামান (মহসিন), প্রভাষক আসাদুজ্জামান, সামছুল হুদা কবির খোকন, নাতি আক্তারুজ্জামামান বাপ্পি, পোতা হাবিবুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলসহ অন্যান্য আত্মীয়- স্বজন, প্রতিবেশী তথা নানা শ্রেণি-পেশার অসংখ্য মানুষ। নামাজে জানাযা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, গত প্রায় ৩ বছর যাবৎ বিভিন্ন অসুখে অসুস্থ ছিলেন আলহাজ্জ ফজিলাতুন্নেছা। তবে বেশ কয়েকদিন ধরে তিনি গুরুতর অসুস্থ হওয়ার এক পর্যায়ে ৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ৪.২৫ মিনিটে সকলকে কাঁদিয়ে পরিবারের অধিকাংশ সদস্যের উপস্থিতিতে পাক পবিত্র অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews