হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জের বালিয়াডাঙ্গা বাজারে আগুনে ভষ্মিভূত হওয়া অনন্যা গার্মেন্টস এর মালিক দিপঙ্করকে বেসরকারী উন্নয়ন সংগঠন “বন্ধন সংস্থার “পক্ষে নতুন করে ব্যবসা শুরু করার জন্য বিশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (২০ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় অনুদানের টাকা প্রদান করেন বন্ধন সংস্থার পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন বন্ধন সংস্থায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
বন্ধন সংস্থা দীর্ঘদিন যাবৎ আত্ম মানবতায় অসহায় ও দুস্থ্যদের নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ দিপঙ্কর কে অনুদান দিলেন।