হাফিজুর রহমান শিমুল : শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মে) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তা নুর ইসলাম কাগজীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাতক্ষীরা জেলা কমান্ডা্ন্ট মোরশেদা খানম।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান (আমিন), কালিগঞ্জ আনসার ও ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক আবু হেনা, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমদ উল্লাহ বাচ্চু, নির্বাহী সদস্য গোলাম ফারুক, উপজেলা আনসার কমান্ডার রেজাউল ইসলাম, তারালী ইউনিয়নের দলনেতা আমের আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দলনেত্রী আসমা খাতুন, সাংবাদিক ইমন আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কর্মদক্ষতা ও সাহসী কর্মকাণ্ডের জন্য চারজনকে বাইসাইকেল প্রদান এবং মহিলা আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়। সমাবেশে উপজেলার ১২ টি ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।