কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের ৪ নং দঃক্ষীন শ্রীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রাহুল রায় এর বিরুদ্ধে জন্ম নিবন্ধনে আধিক টাকা হাতিয়ে নিয়ে সাধরন মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। একই ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুল্লাহ গাজী পুটু এ বিষয়ে প্রতিকার চেয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি জানান উদ্যোক্তা রাহুল রায় জন্ম নিবন্ধনে সরকারি ফি ছাড়াও দীর্ঘদিন যাবৎ অধিক টাকা হাতিয়ে নিচ্ছেন। ফলে ইউনিয়নের হাজার হাজার মানুষ উদ্যাক্তার কারণে ভোগান্তির শিকার হচ্ছে। এছাড়াও ভুক্ত ভোগী দক্ষীন শ্রীপুর গ্রামের সুজায়েত আলীর ছেলে জহির রায়হান উদ্যোক্তা রাহুল রায়ের দ্বারা প্রতারিত হয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আরও একটি অভিযোগ দায়ের করেছেন।
তিনি বলেন চাকরির জন্য জন্ম নিবন্ধন কার্ডের প্রয়োজনে রাহুল রায় তার নিকট থেকে প্রথম দফায় ৬৫০/- টাকা নিয়ে একখানা জ্বাল নিবন্ধন কার্ড প্রদান করে। এ ঘটনার প্রতিবাদ করলে আরও ৩০০/- টাকা নিয়ে পরবর্তীতে জন্ম নিবন্ধন কার্ড প্রদান করে। ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুর রহমান রাহুল রায়ের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি সত্য বলে জানান।
এ বিষয়ে দঃ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বাবু গোবিন্দ মন্ডল রাহুল রায়ের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য উল্লেখ করে এ প্রতিনিধিকে বলেন আমিও রাহুলের বিষয়টি মৌখিক ভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম এর সাথে আলাপকালে তিনি বলেন আমি রাহুল রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্তান্তে যথাযথ ভাবে নিষ্পত্তির জন্য প্রক্রিয়াধীন আছে।