হাফিজুর রহমান শিমুল : কালিগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠির উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সেলিম শাহরিয়ারের সভাপতিত্বে ও উদীচী শিল্পীগোষ্ঠীর উপজেলা যুগ্ম সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন কালিগঞ্জ কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা উদীচীর সহ-সভাপতি আবুল হোসেন, কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন উদীচী কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শান্তি গোপাল চক্রবর্তী, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদীচী উপজেলা শাখার সহ-সভাপতি রনজিত কুমার সরকার, উদীচীর কালিগঞ্জ কমিটির যুগ্ম সম্পাদক আশেক মেহেদী, সদস্য সহকারি শিক্ষক জি এম আবু আব্দুল্লাহ প্রমুখ।
সম্মেলনের শুরুতে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও উদীচীর সংগঠনের পতাকা উত্তোলন করা হয়, পরে স্বাধীনতা যুদ্ধে ও ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সম্মেলন উদ্বোধনের পর সকলের পরিচিতি অতিথিদের ফুল দিয়ে বরণ, ও কালিগঞ্জ উপজেলা শাখার সহ-সম্পাদক সংগীতশিল্পী আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত ও তাঁর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে গণসঙ্গীত পরিবেশন করেন কনিকা সরকার, শিল্পী জাহাঙ্গীর হোসেন, শান্তি গোপাল চক্রবর্তী, সঞ্জয় সরকার, অভিজিৎ সরকার, কানন বালা কর্মকার, তাপস সরকার প্রমুখ। প্রথম অধিবেশনের পর কমিটি বিলুপ্ত ঘোষণা করে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সিদ্দিকুর রহমান।
সম্মেলনে নির্বাচন পরিচালনা করেন গাজী আজিজুর রহমান সহ ৫ সদস্যের কমিটি। সম্মেলনে সর্বসম্মতিক্রমে পুনরায় সেলিম শাহরিয়ারকে সভাপতি ও শান্তি গোপাল চক্রবর্তী কে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলে সভাপতি সেলিম শাহারিয়ার, সহ- সভাপতি: সুকুমার দাশ বাচ্চু, আশেক মেহেদি, রঞ্জিত কুমার সরকার, কানন বালা কর্মকার, সাধারণ-সম্পাদক শান্তি গোপাল চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক ইলাদেবি মল্লিক, সম্পা গোস্বামী, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, নাট্য সম্পাদক সম্পাদক গোলাম আইয়ুব জুলু, সহ নাট্য সম্পাদক শেখ আবু আব্দুল্লাহ, সঙ্গীত- বিশ্বজিৎ সরদার, নৃত্য: সানজিদা আক্তার রুমা, নির্বাহী সদস্য কনিকা সরকার, ইশারাত আলী, সঞ্জয় সরকার, তাপস ঘোষ, আহম্মেদ উল্লাহ বাচ্চু, শিমুল হোসেন, সৈয়দ মোমেন, দেবাশিষ বিশ্বাস, নয়ন কুমার দাশ।