হাফিজুর রহসান শিমুল : কালিগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে মনোনয়নপত্র জমা ও ভোটার সাধারনদের মন জয়ের লড়াই। যদিও প্রতীক বরাদ্ধের পূর্বে মিছিল মিটিং আর শোডাউনে বিধি নিষিধ থাকলেও মানছে না অনেক প্রার্থী। ইতিমধ্যে কালিগঞ্জের অনেক ইউনিয়নে দলিয় প্রতীক প্রাপ্ত প্রার্থীদের কর্মী সমর্থকরা নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে কালিগঞ্জ উপজেলায় পৃথক ৬টি সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসন্ন ইউপি নির্বাচনে পদপ্রার্থীদের পদচারণায় মুখরীত হয়ে উঠেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মনোনয়নপত্র জমা দিয়েছেন কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা ইউপি’র সৎ আদর্শবান ও জনপ্রিয় চেয়ারম্যান আজিজুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তিনি বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের হাতে তার মনোনয়নপত্র জমা দেন। বেলা ১২ টায় তিনি কালিগঞ্জ প্রেসক্লাবে গনমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় করেন।
এসময় তিনি বলেন আমি বিগত পাঁচটি বছর নলতা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি ন্যায় নিষ্ঠা, সততা ও দ্বায়িত্বশীলতার পরিচয় দিয়ে। চেষ্টা করেছি জনগনের কল্যাণে সরকারের বরাদ্ধের পাশাপাশি ব্যাক্তিগত অর্থে উন্নয়ন করতে। ইউনিয়নের জনগনের দাবীকে প্রাধন্যদিয়ে তাদের পাশে থেকেছি।
আগামী ২৮শে নভেম্বরে নির্বাচনে আমি আবারও চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি চাই ভোটার সাধারণের স্বতস্ফুর্ত অংশগ্রহনের মধ্যদিয়ে নিরপেক্ষ, স্বচ্ছ ও অবাধ সুষ্ঠ নির্বাচন। পুলিশ ও প্রশাসনের নিকট আমার চাওয়া নলতা ইউনিয়নে শান্তিপুর্ণ একটি নির্বাচন উপহার দিবেন।
একইদিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান কে এম মোশারাফ হোসেন ও বর্তমান চেয়ারম্যান আকলিমা খাতুন লাখির বড়কন্যা জনপ্রিয় নেত্রী সাফিয়া পারভীন। তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তিনি সাতক্ষীরা জেলার মধ্যে লাঙ্গল প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী একমাত্র নারী। সাফিয়া প্রায় সাড়ে ৩শ মটর সাইকেল র্যালীর মাধ্যমে উপজেলা সদরে আসেন। পরে তিনি কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে মত বিনিময় সভায় মিলিত হন।
জানাগেছে, কালিগঞ্জ উপজেলায় পৃথক ৬টি সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে ৭জন চেয়ারম্যান পদপ্রার্থীসহ শতাধীক পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।