হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কোভিড ১৯-এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরন করা হয়েছে। বুধবার (১১ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেদী।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা তানজিয়ারা খাতুন, কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার ও বিআরডিবি ইউসিসি কমিটির আহবায়ক ইকবাল আহমেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাবিব ফেরদৌস শিমুল , উপজেলা বিআরডিবি ইউসিসির সাবেক সভাপতি গাজী জাহাঙ্গীর কবির, ভুক্তভোগী উদ্যোক্তা খালিদ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *