হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার ‌‌কালিগঞ্জ উপজেলায় করোনায় কর্মহীন হয়ে পড়া এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সোনালী ব্যাংক কর্তৃক সিএসআর এর আওতায় প্রস্তাবিত ত্রাণ সহায়তা প্রদানের লক্ষ্যে সুবিধাভোগীদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ৩৯ জনকে ২ হাজার টাকা করে মোট ৭৮ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বুধবার (১১ আগষ্ট) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার মহতপুর কল্যাণ সংস্থার আয়োজনে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া ২০ জনের মাঝে প্রত্যেকের ২ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

উপজেলার মহাৎপুর কল্যাণ সংস্থার উপদেষ্টা ও কুশুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান খান লতিফুর রহমান বাবলু’র সভাপতিত্বে ও কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম আবু আব্দুল্লাহর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মহতপুর কল্যাণ সংস্থার উপদেষ্টা সাবেক জনতা ব্যাংকের অফিসার আনোয়ার হোসেন।

কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, মহতপুর কল্যাণ সংস্থার সহ-সভাপতি মোখলেসুর রহমান, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আতিয়ার রহমান, কোষাধ্যক্ষ শহীদ হোসেন প্রমুখ।

একইভাবে বেলা সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রকল্প অফিসের ব্যবস্থাপনায মথুরেশপুর ইউনিয়নের দুর্যোগকবলিত হাড়দাহ গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১৯ টি পরিবারের মাঝে ২ হাজার টাকা করে মোট ৩৮ হাজার টাকা প্রদান করা হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *