হাফিজুর রহমান শিমুল : কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমন দিন দিন বৃদ্ধি পাওয়ায় কালিগঞ্জ উপজেলায় পিজিপি ব্লাড ব্যাংক ও করোনা এক্সপার্ট টিমের উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বাড়ী বাড়ী জরুরী চিকিৎসা সেবা অক্সিজেন পৌছে দিতে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করা হয়েছে।
বুধবার(১৬ জুন) বিকাল ৫টায় কালিগঞ্জ তারালী মোড় তারালী ইপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট’র নিজস্ব কার্যালয়ে করোনা ভাইরাসে আক্রান্ত সংক্রামন রোগীদের বাড়ীতে চিকিৎসা সেবা দেওয়ার জন্য অক্সিজেন প্রদানেরর শুভ উদ্ধোধন করা হয়।
উদ্ধোধন করেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তারালী ইউপি চেয়ারম্যান ও পিজিপি ব্লাড ব্যাংক এর উপদেষ্টা এনামুল হোসেন ছোট।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় অক্সিজেন প্রদান উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আজিজ আহম্মেদ পুটু, সুশীলনের উপ-পরিচালক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জী, নলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম তুফান, উপজেলা যুবলীগের
সাবেক সাধারণ সম্পাদক ও যাত্রা ফেডারেশনের সভাপতি কাজী আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ছাব্বির আহম্মেদ বিদ্যুৎ, আব্দুল হান্নান, সাতক্ষীরা-৪ সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি জাহিদ হোসেন, সাংবাদিক হাফিজুর রহমান শিমুল সহ পিজেপি ব্যাংকের সদস্য ও করোনা এক্সপার্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
কালিগঞ্জ উপজেলার যেকোনো স্থানেই করোনা ভাইরাসের কারনে অসুস্থ্য হয়ে পড়লে তারা পিজিপি ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করলে তাদের বাড়ীতে অক্সিজেন সেবা পৌছে দেওয়া হবে। তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ঐকান্তিক প্রচেষ্টায় সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগিতায় প্রথম পর্যায়ের ১০টি অক্সিজেন স্যালেন্ডার ক্রয় করা হয় এবং প্রয়োজনে চিকিৎসা সহতায় ব্লাড ব্যাংকের সদস্য ও করোনা এক্সপার্ট টিমের সদস্যরা সার্বক্ষনিক প্রস্তুত থাকবে।
উপজেলা এলাকার দুস্থ্য অসহায় ব্যক্তিদের করোনা ভাইরাস সংক্রামক রোগ প্রতিরোধে অক্সিজেন সেবা প্রদানে কালিগঞ্জ উপজেলায় একটি মডেল এই উদ্যোগকে এলাকায় সর্ব শ্রেণীর মানুষের কাছে প্রশংসিত হয়েছেন।