হাফিজুর রহমান শিমুল : কালিগঞ্জে গাঁজা ও নগদ ৮১ হাজার টাকাসহ জহুরা খাতুন (৪৫) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জাহাঙ্গীর আলম এর স্ত্রী।
থানা ও স্থানীয়দের থাকে জানাগেছে, শুক্রবার (০১ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিকিকিনি হচ্ছে এমন খবরে অভিযান চালায় থানা পুলিশ।
এসময়ে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে ৩’শ ৫০ গ্রাম গাঁজা ও নগদ ৮১ হাজার টাকা উদ্ধার করে। আটক করা হয় মাদক সম্রাটের স্ত্রী জহুরা খাতুনকে। শনিবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
এব্যাপারে জানতে চাইলে থানার নবাগত অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান জানান, কালিগঞ্জ থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে অভিযান চলমান আছে। এমনি ভাবে প্রতিনিয়ত সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও মাদকসেবি সহ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে সকলের সহযোগিতা আশা করছি।