কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের আনারস প্রতিকের কর্মী আশরাফুল ইসলাম বাবু ও নজরুল ইসলাম কে মারপিটের অভিযোগ উঠেছে। এঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে প্রতিকারের আশায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, গত ২২ নভেম্বর সোমবার রাত ১০ টায় ইউনিয়নের বন্দকাটি গোরস্থান মোড়ে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রিয়াজ উদ্দিনের নির্বাচনী কর্মী ফিরোজ লস্কর, আলাউদ্দিন মোড়ল, রবিউল ইসলাম, হাফিজুর রহমান (হাফি), মামুনুর রশিদ মিন্টু সহ ১০/১৫ জন বন্দকাটি গ্রামের গোরস্থান মোড়ে অতর্কিত হামলা করে।
এতে আশরাফুল ইসলাম ও নজরুল ইসলাম গুরুতর আহত হয়। এ ব্যাপারে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।।