এম হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ দক্ষীণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোবিন্দ মন্ডল এর নৌকা প্রতীককে বিজয়ের লক্ষ্যে ইউনিয়ন আ’লীগের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার দঃ শ্রীপুর ইউনিয়নের বাঁশদহা বালক কুঞ্জের মাঠে আয়োজিত পথসভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার সদর আ’লীগের সভাপতি আব্দুর রশিদ, আশাশুনি উপজেলার শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল, ধলবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সজল মুখার্জী, জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান জামু, প্রচার সম্পাদক উপজেলা শাখা ও নির্বাচন কমিটির আহ্বায়ক আব্দুর রহমান। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আফছার আলী প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নুর আহম্মেদ রনি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান, বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি এস এম ইফতেখারুল ইসলাম সুমন প্রমুখ।
এ সময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের কাছে আগামী ২৮ শে নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহব্বান জানান।