হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জের ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে মেধাবী, দরিদ্র ও অসহায় ১৩ জনকে ফরম ফিলাপ বাবদ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কালিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ডাঃ এস এম আব্দুল ওহাব এর পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) বেলা ১ টায় নলতা হাইস্কুলের আইসিটি রুমে অনুষ্ঠিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ ডা: আকছেদুর রহমান।
নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিতোষ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নলতা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা: আবুল ফজল মাহমুদ বাপী, হাইস্কুলের শিক্ষক হাবিবুল্যাহ, আহ্ছান কবীর টুটুল, মাহাবুর রহমান, মিজানুর রহমান প্রমূখ।
খুলনা সিটি মেডিকেল কলেজ এর অধ্যাপক ডা: আব্দুল ওহাব কর্তৃক ১৩ জন এসএসসি পরীক্ষার্থীকে ২০ হাজার ৪ শত টাকা এবং নলতা শরীফের বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বদরুল আহছান বাবু প্রদত্ত ১ জনের ১৫ শত টাকা সহ মোট ১৪ জন এস এস সি পরীক্ষার্থীর ২০২২ এর ফরম ফিলাপে আর্থিক প্রদান করা হয়। মেধাবী, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীরা হলো-
ফারহানা আক্তার (পূর্বনলতা), ফারহানা সুলতানা(ভাড়াশিমলা) জান্নাতুল লামিয়া শেখ (কাজলা), শাকিলা খাতুন (নলতা শরীফ), রিতা পারভীন ও আসলাম আলী (মাঘুরালী), শেখ রবিউল ইসলাম ও প্রান্ত মল্লিক (কাশিবাটী), আব্দুল্লাহ আল মাহমুদ (নলতা শরীফ), ইকরামুল ইসলাম (সেহারা), ইসমাইল হোসেন (সাংবাড়ীয়া), অচিন্ত সরকার (ঘোনা), সোনালী স্বর্ণকার (নলতা স্বর্ণকারপাড়া) এবং আলফাজ (নলতা শরীফ)।