হাফিজুর রহমান শিমুল : বে-সরকারী উন্নয়ন সংস্থা, নারী উন্নয়ন সংগঠন “বিন্দু” র উদ্যোগে দুস্থ্য ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারী) বেলা ১১ টায় উত্তর কালিগঞ্জ বিন্দু কার্যালয়ে বিন্দু’র নির্বহী পরিচালক জান্নাতুল মাওয়া এর সভাপতিত্বে ও কালিগঞ্জ শহীদ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিমের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা সাহিত্যের দিকপাল, বিশিষ্ট সাহিত্যিক, প্রবান্ধীক অধ্যাঃ গাজী আজিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আহছান হাবিব (আনিস), কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ। এ অনুষ্ঠানের মাধ্যমে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ৩৫ জনকে শীতবস্ত্র ( কম্বল) প্রদান করা হয়েছে।