হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি মেনে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার লক্ষে বিশেষ আইন শৃংখলার সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার(১৬ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বীকারি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের পদপ্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনী আচরণবিধি সহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা।
তিনি তার বক্তব্যে বলেন কালিগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচন হবে অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। কোনো রকম পেশী শক্তি আর সন্ত্রাসী কর্মকান্ড বরদাস্ত করা হবে না। থানা এলাকায় আইনশৃংখলা স্বাভাবিক রাখতে থানা পুলিশ ও প্রশাসন একাট্ট্রা। ইউএনও মহোদয়, রিটার্নিং অফিসারগন সুষ্ঠ নির্বাচন উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করবে।
ইতিমধ্যে যে সকল প্রার্থী ভেবেছেন অবৈধ সুযোগ পাওয়ার আশায় ঘুরছেন তারা সাবধান হয়ে যান। জনগন তাদের মূল্যবান ভোট যাকে খুশি তাকে দিবেন। তাদের পছন্দের প্রার্থী শান্তিপূর্ণ পরিবেশে ভোটের মাধ্যমে নির্বাচীত হবেন।
বিশেষ আইন শৃংখলা সভায় নির্বাচনী প্রচার-প্রচারণা বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও রিটার্নিং অফিসার আবুল কালাম আজাদ , নির্বাচন আচরণবিধি পাঠ করে শোনান উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অনুজ গাইন, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি, উপজেলা মৎস্য অফিসার ও রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ও রিটার্নিং অফিসার ইকবাল আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ও রিটার্নিং অফিসার ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী ও সাধারণ সদস্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন, আসন্ন রবিবার (২৮ নভেম্বর) কালিগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সভায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।