হাফিজুর রহমান শিমুল : কালিগঞ্জ থানা পুলিশ ৫০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দকাটি থেকে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম ডিপল সরকার (৩৭)। সে কালিগঞ্জ উপজেলার গোবিন্দকাটি গ্রামের শ্যামাপ্রসাদ সরকারের ছেলে।
ডিপল পেশায় একজন মুদি ব্যবসায়ি ও সাংস্কৃতিক সংগঠনের পরিচালক। এসবের আড়ালে ডিপল দীর্ঘদিন ধরে তার বাড়িতে চোলাই মদ বিক্রি করে আসছে।
তথ্যানুসন্ধ্যানে জানাগেছে, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকারের সহযোগীতায় হীন ব্যবসা করে আসছিল। চেয়ারম্যান ডিপলের ভগ্নিপতি হওয়ার সুবাদে সে কাঔকে পরোয়া না করেই পুলিশের চোখে ধুলা দিয়ে বাড়িতে বানিয়ে দিদারছে চোলাই মদের ব্যবসা চালিয়ে আসছিলো।
তার বাড়িতে কালিগঞ্জ ও আশাশুনী উপজেলা এলাকাসহ বিভিন্ন যায়গার উঠতি বয়সের ছেলেরা নেশা করতে আসতো। ফলে যুব সমাজ মাদকাসক্ত হয়ে ধংসের দিকে চলে যাচ্ছিল।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা এবিষয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে ৮টায় ডিপলের বাড়ি থেকে দু’টি ড্রামে রাখা ৫০ লিটার চোলাই মদ আটক করে। এ সময় গ্রেপ্তার করা হয় মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ডিপলকে।
এ ঘটনায় থানার সহকারি উপ- পরিদর্শক জিল্লুর রহমান বাদি হয়ে ডিপলের নাম উল্লেখ করে বুধবার (২ জুন) থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।