হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ : প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে সম্পৃক্তকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ডিআরআর এর পিআইএইচআরএস ২ প্রকল্পের জেলা ব্যবস্থাপক আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।
ডিআরআর এর প্রতিনিধি আবুল হোসেন এর সঞ্চালনায় ডিজএ্যাবল রিহ্যাবিলিটি এন্ড রিচার্জ এসোসিয়েশন (ডিআরআরএ) বাস্তবায়নে এবং লিলিয়ানা ফন্ডস্ এর সহযোগিতায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রোকনুজ্জামান বাপ্পী, উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণ্যা চক্রবর্তী, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান।
বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, বিশিষ্ট আইনজীবি জাফরুল্যাহ ইব্রাহিম, ডিআরআরএ এর কর্মকর্তা নিলুৎপল কুমার মন্ডল, উপকারভোগী আজিজুর রহমান ও উপকারভোগী সেলিনা পারভীন।